প্রতিনিধি ৪ মে ২০২০ , ৬:০৪:০৩ প্রিন্ট সংস্করণ
শামীম আহসান মল্লিক, মোরেগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধুর আঙ্গুল বিচ্ছিন্ন করে দিয়েছে দুবৃত্তরা। মারপিটে উভয় পক্ষের আরো ৭ জন আহত হয়েছেন। সোমবার সকালে নিশানবাড়িয়া ইউনিয়নের হরতকীতলা গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর জখমী গৃহিনী ফিরোজা বেগমকে (৫৫) মোরেলগঞ্জ হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহত তার স্বামী ফজলুর রহমান নান্না(৬৫), ছেলে হাসান (৩০), মিজান (৩২) ও প্রতিপক্ষের নাছির হাওলাদার (৩৫), পান্না (৩২), ইয়াছমিন বেগম (২৫), রাহিলা বেগম (৩৮) ও চুন্নু হাওলাদারকে (৪৫) মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ফজলুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে প্রতিবেশী শত্রæপক্ষের লোকেরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করে। এতে তার স্ত্রী ফিরোজা বেগমের ডান হাতের একটি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ বিষয়ে থানার অফিাসার্স ইন চার্জ কে, এম আজিজুল ইসলাম বলেন, মারপিটের খবর শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে।