দেশজুড়ে

রাউজান সাংসদেও সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৭:১৮:২৭ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, আমি রাউজান বাসীর কাছে ঋণী। আমি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাউজানের ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ আমার জন্য দোয়া করেছেন। তিনি বলেন, মাহফিল ও প্রার্থনা সভা করে মহান সৃষ্টি কর্তার কাছে দোয়া করেছেন, তা আল্লাহ কবুল করেছেন। এর প্রেক্ষিতে মানুষের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে পুনরায় রাউজান বাসির নিকট ফিরতে পেরেছি। সোমবার দুপুরে সাংসদের নগরীর পাথরঘাটাস্থ বাসায় রাউজান প্রেসক্লাবের নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে গেলে রেলপথ মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি এ মন্তব্য করেন। প্রেস ক্লাব নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, রাউজান প্রেসক্লাবেরর সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি জাহেদুল আলম,সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন, সাবেক সভাপতি মোরশেদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সহ সভাপতি সাহেদুর রহমান মোরসেদ, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউছুফ উদ্দিন, সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন, যুগ্ন সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক ও অর্থ সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবী। সর্বশেষ ফজলে করিম এমপি সহ সকলের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম বেলাল উদ্দিন।

আরও খবর

Sponsered content