প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ৫:২৮:১৪ প্রিন্ট সংস্করণ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : শরণখোলার রাজৈর গ্রামে ছাত্রলীগ নেতা আসাদ হাওলাদারের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা সিঁদ কেটে ঘরে ঢুকে প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার দিনগত রাতে এঘটনা ঘটে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, রাতে সিঁদ কেটে চোরেরা তাদের ঘরে প্রবেশ করে। এরপর কৌশলে আলমারি ভেঙ্গে এক লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল ফোনসহ প্রায় চার লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। রাত দুইটার দিকে তার ছোট ভাই রুবেল পানি খেতে উঠলে দরজা খোলা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, পুলিশ ঘটনাস্থর পরিদর্শ করেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।