প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২০ , ৬:২৪:২০ প্রিন্ট সংস্করণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের বিভিন্ন স্থানে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেছে শ্রমিকেরা। কিন্তু বিক্ষোভরত শ্রমিকেরা কারখানাগুলোর কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেনি। স্থানীয় জন প্রতিনিধিদের মধ্যস্থতায় আলোচনার আশ্বাসে শ্রমিকেরা অবরোধ থেকে সরিয়ে দাঁড়িয়েছে।
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটী এম এইচ সি অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা সকাল আটটা থেকে শ্রীপুর-মাওনা সড়ক অবরোধ করে। শ্রমিকেরা জানায়, মার্চ মাসের বেতনের দাবীতে বৃহষ্পতিবার সকাল আটটায় কারখানায় গিয়ে নিরাপত্তা প্রহরী ছাড়া তারা কোনো কর্মকর্তার সাক্ষাত পায়নি। তাদের বেতন চাওয়ার নির্ভরযোগ্য কোনো লোক না পেয়ে তারা ওই সড়ক অবরোধ করে। তবে থানা ও শিল্প পুলিশের সদস্যরা তাদের আন্দোলন কর্মসুচীতে বাধা প্রদান করেনি বরং দাবী আদায়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন।
শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মন্ডল জানান, কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সময়ে বেতনের প্রতিশ্রæতি দিলে শ্রমিকেরা দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয়। ওই কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক রয়েছে।
এদিকে, শ্রীপুর উপজেলার সাইটালিয়া এলাকার কে ডি এম গেøাবাল অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা জানায়, তারাও বকেয়া বেতনের দাবীতে ওইদিন দুপুর ২টা পর্যন্ত কারখানার সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষের নির্ভরযোগ্য বা ব্যবস্থাপনা কর্মকর্তাদের সাথে সাক্ষাত বা কথা বলার সুযোগ হয়নি। তাদের কাউকে কারখানায় পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) জালাল উদ্দিন আহমেদ জানান, গাজীপুরে বেশ কয়েকটি কারখানায় বেতনের দাবীতে শ্রমিকেরা কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান করেছে। কারখানাগুলোর কয়েকটির ব্যবস্থাপনার সাথে এ বিষয়ে শিল্প পুলিশের কর্মকর্তাদের কথা হয়েছে। কয়েকটি কারখনার কর্তৃপক্ষ আগামী রোববার শ্রমিকদের বেতনভাতা হ্যান্ড ক্যাশ দেয়ার প্রতিশ্রæতি দিয়েছেন।