চট্টগ্রাম

হাতিয়াতে ২৫টি বগি দা সহ দুই যুবক আটক

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২১ , ৬:১৩:৪৫ প্রিন্ট সংস্করণ

দিদারুল আলম,নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর  হাতিয়া থেকে ২৫টি বগি দা সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরিবিরি গ্রামের জাবেরের ছেলে সাখাওয়াত হোসেন (৪৫) চুয়াডাঙ্গা জেলার আলম ডাংগা থানার ভন্ডবিল গ্রামের মাহমুদুর হকের ছেলে নাহিদুল হক (৪৫)। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বিরবিরি গ্রামের তালুকের মুদি দোকান এলাকার সড়ক থেকে পুলিশ তাদের আটক করে।

পুলিশ জানায়, হাতিয়া উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনে সহিংসতা সৃষ্টির লক্ষে এই বগি দা গুলো আনা হয়েছে। আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া যায়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে প্রেরন কারা হবে।

আরও খবর

Sponsered content