রংপুর

হিলিতে লক্ষ্যমাত্রার তিনগুণ রাজস্ব আদায়

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২০ , ১২:৩৯:৪৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

অর্থবছরের প্রথম তিনমাসে হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার তিনগুণ রাজস্ব আদায় হয়েছে।

গেল অর্থবছর মোট ৮২ কোটি টাকা রাজস্ব ঘাটতি থাকলেও চলতি অর্থবছর আমদানি-রপ্তানি বাড়ায় হিলি স্থলবন্দরে রাজস্ব আদায় গতিশীল হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর তিনমাসে ৩০ কোটি ২৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৫ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

তবে রাজস্ব বাড়লেও বন্দরের রাস্তাঘাট, ট্রাক টার্মিনালের উন্নতি হয়নি। এতে দুর্ভোগে পড়েন যানবাহন চালক ও পথচারীরা। হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা বলছেন, বন্দরের আধুনিকায়ন করা হলে রাজস্ব আরও বাড়বে।

আরও খবর

Sponsered content