রংপুর

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২০ , ৩:৫৬:১৯ প্রিন্ট সংস্করণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :

৬ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

দুপুরে ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা ২২-২৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এর ফলে বুধবার দুপুর থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়।