দেশজুড়ে

২৩ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি রূপনগরের আগুন

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ , ১১:২৩:৫৮ প্রিন্ট সংস্করণ

২৩ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি রূপনগরের আগুন

রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় রাসায়নিকের গুদামে লেগে যাওয়া আগুন ২৩ ঘণ্টা পার হলেও এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার কিছু পর গুদামটিতে আগুন লাগে। বুধবার সকাল সাড়ে ১০টায়ও সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

তবে একই সময়ে আগুন ধরা পাশের পোশাক কারখানার আগুন মঙ্গলবারই নিয়ন্ত্রণে আসে। চারতলা ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে ১৬ জনের মরদেহ। দগ্ধ অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাত থেকে নিখোঁজদের স্বজনরা সেখানে ভিড় জমিয়েছেন। বুধবার সকালে কয়েকজন মরদেহ দেখে নিজের স্বজন বলে দাবি করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার আগে শনাক্ত করা সম্ভব নয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাসায়নিক গুদামের আগুন এখনো সম্পূর্ণ নিভে যায়নি। কবে নাগাদ নিয়ন্ত্রণে আনা যাবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে ফায়ার সার্ভিসের সদস্যরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আবদুল জলিল বলেন, প্রথমে রাসায়নিকের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই শিখা আতশবাজির মতো ছড়িয়ে পড়ে এবং আগুনের কুণ্ডলী গিয়ে সামনে থাকা চারতলা ভবনে পড়ে। ভবনের নিচতলায় ছিল অ্যামব্রয়ডারি কারখানা, দ্বিতীয় তলায় স্ক্রিনপ্রিন্ট, তৃতীয় তলায় গার্মেন্টস এবং চতুর্থ তলায় গার্মেন্টসের গুদাম। প্রথমে কেউ আগুন ছড়িয়ে পড়েছে বুঝতে না পারায় ভেতরে থাকা অনেকে বের হতে পারেননি।

ঘটনার পর থেকেই রাসায়নিক গুদামের মালিক শাহ আলম পলাতক। স্থানীয়রা জানিয়েছেন, তার মালিকানায় ওই এলাকায় একাধিক রাসায়নিক গুদাম রয়েছে।

আরও খবর

Sponsered content