চট্টগ্রাম

অবরোধে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৩ , ৭:২৮:৫৯ প্রিন্ট সংস্করণ

অবরোধে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল

একতরফা তফসিল বাতিল, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশব্যাপী ডাকা বিএনপি’র ৭ম দফা অবরোধ হরতালের প্রথমদিন বুধবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল করেছে উত্তর জেলা বিএনপি।

বিক্ষোভ পরবর্তী এক সংক্ষিপ্ত সভায় নেতৃবৃন্দ বলেন, জনবিচ্ছিন্ন সরকার আজ দিশেহারা। অতীতের মতো একতরফা নির্বাচন করে আবারও ক্ষমতার মসনদে আসীন হতে তারা মরিয়া হয়ে ওঠেছে। বিরোধী দল দমনে গ্রেফতার, মামলা, হামলা, গুমসহ নানা অপকর্ম করে আন্দোলনকে দমাতে প্রশাসন ও দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করছে। কিন্তু তাদের কিছুতেই শেষ রক্ষা হবে না। একতরফা নির্বাচন এ দেশের জনগণ মেনে নিবে না। বক্তারা বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।

এ সময় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নুরুল আমীন চেয়ারম্যান, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম ও ইউছুপ চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি ওয়াসা মোড়, আলমাস সিনেমাসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by