বাংলাদেশ

অবিলম্বে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ জামিন চাই : মির্জা ফখরুল

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২১ , ৮:৩৬:৪৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পন ডেস্ক:

   

করোনাভাইরাস আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ জামিন চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব একথা বলেন।

তিনি বলেন, ‘আমি খবর নিয়েছি তিনি (খালেদা জিয়া) স্টেবেল আছেন। ইতিমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, সারা দেশের মানুষ দোয়া করছে তিনি যেন সুস্থ হয়ে উঠেন। আমি আবারও দেশবাসীর কাছে সেই দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সব সময় দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি চেয়ে আসছি। আমি ধন্যবাদ জানাতে চাই, ডা. জাফরুল্লাহ চৌধুরীকে যে তিনি তার দুই একদিনের কথার মধ্যে একটা জরুরি কথা বলেছে, এই করোনার মধ্যে অবিলম্বে তার পূর্ণাঙ্গ জামিন দেয়া প্রয়োজন। আমি তার এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত। এজন্য আামি তাকে ধন্যবাদ জানাচ্ছি।’

এদিকে, আজ মঙ্গলবার এক বিবৃতিতে ‘মিথ্যা মামলায়’ কারাগারে আটক নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো ও পুনরায় রিমান্ডে নেওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘মিথ্যা ও বানোয়াট অভিযোগে অ্যাডভোটেক নিপুণ রায় চৌধুরীকে গত ২৮ মার্চ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগের কোনো ভিত্তি না থাকলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার তাকে অন্যায়ভাবে আটক রেখেছে। শুধু তাই নয়, অতি গোপনে ও দ্রততার সাথে আজ (মঙ্গলবার) নিপুণ রায়ের আইনজীবীদের অনুপস্থিতিতেই পুরনো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা সরকারের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে নিপুণ রায় চৌধুরীর মুক্তি ও তার বিরুদ্ধে আনীত কাল্পনিক অভিযোগে ভিত্তিহীন ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবি জানান।

আরও খবর

Sponsered content

Powered by