বাংলাদেশ

অভিযোগের মুখে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২২ , ৫:০৫:৪৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণে কারসাজির মাধ্যমে জমির উচ্চমূল্য নেওয়ার চেষ্টার অভিযোগের মুখে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রীর সরকারি বাসভবন রাজধানীর হেয়ার রোডে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে আজ (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মন্ত্রীর সরকারি বাসভবন হেয়ার রোডে গণমাধ্যমকে ব্রিফ করবেন।

প্রসঙ্গত, চাঁদপুরে সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার সাড়ে ৬২ একর জমি মৌজা দরের চেয়ে ২০ গুণ বেশি দাম দেখিয়ে দলিল করার অভিযোগ উঠেছে।  এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। অভিযোগ রয়েছে, সরকারের কাছ থেকে ৩৫৯ কোটি টাকা বাড়তি নেওয়ার এ কারসাজিতে জড়িত ব্যক্তিরা শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ ও তার নিকটাত্মীয়ও রয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by