দেশজুড়ে

আগৈলঝাড়ায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে অভিযোগ

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২০ , ৮:০৪:৪৭ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়ায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় কমিউনিটি ক্লিনিকের এক স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বরিশাল সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। তার অনুলিপি দেয়া হয়েছে ্রধানমন্ত্রীর কার্যালয়ে, স্বাস্থ্য সচিব, পরিচালক কমিউনিটি ক্লিনিক বেইজড হেলথ কেয়ার। মাসুদা বেগম এর অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ১নং ওয়ার্ড কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী ফাতেমা বেগম দীর্ঘ কয়েক বছর ধরে এখানে চাকুরী করে আসছেন। সে ওই কমিউনিটি ক্লিনিকে যোগদানের পর থেকে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা না দিয়ে নিজের ইচ্ছেমত অফিস করছেন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিসে থাকার নিয়ম থাকলেও সে ১০-১১টার এসে ১২টায় মধ্যে চলে যান। এলাকার সাধারণ লোকজন স্বাস্থ্যসেবা নিতে এসে ফিরে যায়। স্বাস্থ্যসেবা নিতে আসা মহিলাদের সাথে খারাপ ব্যবহার করেন তিনি। সম্প্রতি ওই ক্লিনিকের সরকারী ঔষধ বস্তা ভর্তি অবস্থায় খালের পানিতে পাওয়াা গিয়েছিল। তার বিরুদ্ধে অজ্ঞাত কারনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বখতিয়ার আল-মামুন সাংবাদিকদের বলেন, বরিশাল সিভিল সার্জন বিষয়টি তদন্তের জন্য বলেন। ওই ইউনিয়নের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আল আমিন তদন্তে গিয়ে অভিযোগের কোন সত্যাতা পায়নি। অভিযুক্ত কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী ফাতেমা বেগম জানান, আমি সঠিক সময় অফিসে আসি ও কারো সাথে খারাপ ব্যবহার করিনা। আমার বিরুদ্বে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

আরও খবর

Sponsered content

Powered by