চট্টগ্রাম

আনোয়ারায় বেওয়ারিশ লাশ উদ্ধার

  প্রতিনিধি ১২ জুন ২০২৪ , ৭:২২:৩২ প্রিন্ট সংস্করণ

আনোয়ারায় বেওয়ারিশ লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে পানি চলাচলের ডেন থেকে বেওয়ারিশ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশের পরনে ছিল শার্ট ও জিন্স প্যান্ট। বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বারোশত ইউনিয়নের পারকি গ্রামের দুধকুমড়া যাত্রী ছাউনির বিপরীতে ড্রেন থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কেইপিজেডের শ্রমিকরা কাজের যাওয়ার সময় মরদেহটি দেখতে পায়। ভয়ে কেউ মরদেহের পাশে যায়নি। পরে পুলিশকে খবরটি জানালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠায়। এর আগে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও খবর

Sponsered content