আন্তর্জাতিক

আফগানিস্তানে নারীদের বিক্ষোভ দমনে তালেবানের লাঠিপেটা-ফাঁকা গুলি

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২২ , ৪:৪৮:১৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

কাজ করা ও রাজনীতিতে অংশগ্রহণের অধিকারের দাবিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন নারীরা। এই বিক্ষোভ দমনে মারধর ও লাঠিপেটার পাশাপাশি ফাঁকা গুলি ছুড়েছে তালেবান যোদ্ধারা।

তালেবানের ক্ষমতায় ফেরার প্রথম বর্ষপূর্তির কয়েক দিন আগে গতকাল শনিবার (১৩ আগস্ট) প্রায় ৪০ জন নারী আফগানিস্তানের রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল ‘১৫ আগস্ট কালো দিন’।

এসময় তাদের ‘রুটি, রুজি ও স্বাধীনতা চাই,’ ‘ন্যায়বিচার চাই, অবহেলায় আমরা ক্ষুব্ধ’ প্রভৃতি স্লোগান দিতে শোনা যায়।

তালেবান ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে নারী অধিকার কঠোরভাবে সীমিত করা হয়েছে। কয়েক মাসের মধ্যে নারীদের প্রথম কোনো বিক্ষোভ ছিল এটি।

তালেবান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় আফগানিস্তানে কঠোর শরিয়াহ আইন অনুসরণ করেছিল। দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর হাজারো কিশোরীর মাধ্যমিক স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। অনেক সরকারি চাকরিতে নারীদের ফিরতে বাধা দেওয়া হচ্ছে। দীর্ঘ সফরে নারীদের একা ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by