ময়মনসিংহ

বন্যার পর ইসলামপুরের রাস্তার বেহাল দশা

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২০ , ২:০৩:০৪ প্রিন্ট সংস্করণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

এবারের তিন দফা বন্যার পানির তীব্র স্রোতে জামালপুরের ইসলামপুর উপজেলার পৌর শহরসহ ১২টি ইউনিয়নের প্রায় তিনশত কিলোমিটার পাকা ও আড়াইশত কিলোমিটার কাঁচা রাস্তা নষ্ট হয়ে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক যায়গায় পিচ, ইট-সুড়কি ও মাটিসহ ভেসে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানা-খন্দে। যান চলাচল তো দুরের কথা পায়ে হেঁটে পথ পাড়ি দিতেও বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষজনদের। ইসলামপুর উলিয়া হয়ে মেলান্দহের মাহমুদপুর রাস্তা, পাথর্শী মোরাদাবাদ রাস্তা, গুঠাইল রাস্তা, জারুলতলা রাস্তা, সদর ইউনিয়নের রাস্তা, গোয়ালেরচর কুমিরদহ রাস্তাসহ স্থানীয় ও আঞ্চলিক সড়কগুলো ও ব্রীজ কালভার্ট বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ায় অনেকটা পথ পায়ে হেঁটে যানবাহনে উঠতে হচ্ছে। অনেক ক্ষেত্রে জরুরী প্রয়োজনে যানবাহন ঠেলে নিতে হচ্ছে, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া, হাট-বাজার করাও বেশ দুঃস্বাধ্য হয়ে পড়েছে।

এলাকাবাসীর দাবী, বিগত গত ৪ বছরের বন্যায় এসব রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে, প্রশাসন এসব রাস্তা মেরামতের উদ্যোগ না নেওয়ায় প্রতি বছরের বন্যায় এই রাস্তাগুলো আরো ক্ষতিগ্রস্থ হচ্ছে। এবারের দীর্ঘস্থায়ী বন্যায় সেসব রাস্তা আরো বেশী ভেঙ্গে গিয়ে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। এলাকাবাসীর সচেতন মহল ক্ষতিগ্রস্থ এসব রাস্তা জরুরী ভিত্তিতে মেরামতের জোর দাবী জানিয়েছেন সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের নিকট।

আরও খবর

Sponsered content

Powered by