আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে ডাচ নাগরিক উদ্ধারে দেরি, পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ 

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২১ , ৬:১৭:২৩ প্রিন্ট সংস্করণ

 আফগানিস্তান থেকে নেদারল্যান্ডসের নাগরিক ও তাঁদের সাহায্য করা আফগানদের উদ্ধারে দেরি হওয়ায় পদত্যাগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিগরিড কাগ। পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে হেরে যাওয়ার পর ইস্তফা দিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়, যেখানে অনাস্থা প্রস্তাবের পক্ষে ৭৮টি ও বিপক্ষে ৭২টি ভোট পড়ে।

অধিকাংশ সদস্য মনে করেন, তাঁদের নাগরিক এবং যেসব আফগান তাঁদের সহায়তা করেছেন, তাঁদের উদ্ধার করতে দেরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগে বিরাট ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন দেশটির প্রধানমন্ত্রী।

কাগ স্বীকার করেছেন যে পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছিল। সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারেনি।

এখনো অনেককেই উদ্ধার করা সম্ভব হয়নি। সব মিলিয়ে ২ হাজার ১০০ মানুষকে আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, সিগরিড কাগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন গত মে মাসে। এর আগে তিনি বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by