আন্তর্জাতিক

আমিই প্রথম, তবে শেষ না: কমলা

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২০ , ১১:৩৮:১৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ৫৯তম নির্বাচনে ডেমোক্র্যাট দলের ঐতিহাসিক বিজয়কে নতুন যুগের সূচনা বললেন কমলা হ্যারিস।

স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) বিজয়ী ভাষণ দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সহযোদ্ধা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গণতন্ত্রের প্রতি আস্থা রাখায় মার্কিনিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই জয় এতো সহজ ছিল না বলেও জানান কমলা।

ভাষণে বলেন, নতুন নেতা নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মানুষ নতুন যুগের সূচনা করেছেন। জয়ের পর এটাই তার প্রথম ভাষণ।

বিজয়ী ভাষণে সমর্থকদের উদ্দেশে এই নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট বলেন, এর আগে কখনো মার্কিন ভাইস প্রেসিডেন্টের পদে নারী বসতে পারেননি। তবে ঐতিহাসিক ফলাফলে আমিই এই পদের প্রথম নারী, তবে শেষ না।

এদিকে কমলা-বাইডেনের এমন বিজয়ে শুভেচ্ছার বার্তা দিচ্ছেন বিশ্ব নেতারা।

কমলার জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওকল্যান্ডে। বাবা জ্যামাইকান ও মা ভারতীয়।

দীর্ঘ কর্মজীবনে অনেকগুলো প্রথমের জন্ম দিয়েছেন কমলা। ১৯৯০ সালে ওকল্যান্ডের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যাত্রা শুরু হয় তার। ২০১০ সালে প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল পদে জয়ী হন কমলা। ২০১৬ সালে ক্যালিফোর্নিয়ার সিনেটর নির্বাচিত হয়ে পা রাখেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষে। শুরু হয় নতুন যাত্রা। আর এখন বিশ্বের প্রথম নারী মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে আসীন হলেন তিনি।

আরও খবর

Sponsered content

Powered by