বাংলাদেশ

আর বাড়ছে না সাধারণ ছুটি, স্বাস্থ্যবিধি মেনে অফিস

  প্রতিনিধি ২৭ মে ২০২০ , ৬:১০:০৫ প্রিন্ট সংস্করণ

করোনা পরিস্থিতির কারণে সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়ার গুঞ্জন তৈরি হলেও সে সম্ভাবনা নাকচ করে দিয়েছে সরকার। গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটি ৩০ মে শেষ হচ্ছে। এরপর আর ছুটি বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) সাধারণ ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, করোনা প্রাদূর্ভাবের কারণে দেশে গত ২৬ মার্চ থেকে সরকারি ছুটি চলছে। কয়েক দফা মেয়াদ বাড়ানো হলেও ৩০ মে’র পর আর ছুটি বাড়ানো হবে না।

তিনি জানান, ৩১ মে থেকে সরকারি আধা-সরকারি অফিস খুলছে। তবে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শুধু ব্যক্তিগত গাড়ি চলাচল করবে। গণপরিবহণ, রেল ও যাত্রীবাহী নৌযান চলবে না। তবে বেসরকারি বিমান নিজ ব্যবস্থাপনায় চলাচল শুরু করতে পারবে।

এছাড়া গণ জমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে। তবে ধর্মীয় উপসানালয় খোলা থাকবে। এছাড়া এক জেলা থেকে অন্য জেলায় যাত্রী পরিবহণ করা যাবে না। বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানও। তবে অনলাইনে ক্লাস নিতে পারবে প্রতিষ্ঠানগুলো।

আরও খবর

Sponsered content

Powered by