বাংলাদেশ

আল্লাহ দুদককে ক্ষমা করবে না: রিজভী

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২২ , ৭:২৯:১০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা করায় আল্লাহ দুর্নীতি দমন কমিশনকে ক্ষমা করবে না বলে মনে করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রবিবার (১৭ এপ্রিল) নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুদকের মামলা বাতিলে জোবায়দার করা লিভ টু আপিল খারিজের পেছনে লাল টেলিফোনের প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

দুদক চেয়ারম্যানের কড়া সমালোচনা করে রিজভী বলেন, ‘যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, সেই শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সাহস আপনাদের নেই।’

দুদক চেয়ারম্যানকে ‘আওয়ামী লীগের ড্রাইভার’, ‘শেখ হাসিনার ড্রাইভার’ উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা যেভাবে বলে আপনি সেইভাবে গাড়ি চালান, যদি বলে ডানে চালান আপনি ডানে চালান, বামে চালাতে বললে বামে চালান। দুদক চেয়ারম্যান, আপনার নিজস্ব কোনো সত্তা নেই। আপনার কোনো স্বাধীনতা নেই। তা না হলে একজন স্বাধীনতা ঘোষকের পুত্রবধূ, বরেণ্য পরিবারের সন্তান, একজন চিকিৎসক তার বিরুদ্ধে এ কাপুরোষিত মামলা করতে পারতেন না।’

জরুরি আমলের সরকার এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই বলেও মনে করেন রিজভী। বলেন, ‘আমি দুদকের চেয়ারম্যানকে বলব ডা. জোবাইদা রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী। সেই কারণেই কি এক এগারোর সময় করা মিথ্যা পুরোনো মামলা চালু করা হয়েছে? জনগণ তো তাই বিশ্বাস করে। আল্লাহ আপনাদের ক্ষমা করবে না।’

দুদক জিয়া পরিবারের বিরুদ্ধে যে মামলা দিচ্ছে তা একটাও সত্য না দাবি করে বিএনপি নেতা বলেন, ‘সব মামলা কাল্পনিক।’

রিজভী বলেন, ‘সামাজিকভাবে হেয় করার জন্য জোবায়দা রহমানের বিরুদ্ধে এই মামলাটা হচ্ছে শেখ হাসিনার গভীর চক্রান্ত। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল সারা দেশে জ্বলে উঠবে।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানও বক্তব্য রাখেন।

আরও খবর

Sponsered content

Powered by