দেশজুড়ে

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবীতে কয়েকটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ৯:০৪:০৬ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় অবস্থিত সুরাইয়া ফ্যাশন, জামগড়া এলাকায় পাইওনিয়ার ক্যাজুয়াল লিমিটেড, কবিরপুরে তোয়া-হা টেক্সটাইল লিমিটেড, জিরাবোতে ফাইভ এফ এপ্যারেলস লিমিটেড ও  গ্লো গেরিয়া সান ফ্যাশান লিমিটেড, খেজুরবাগান এলাকার ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড, নরসিংহপুরে ইথিক্যাল গার্মে›সহ কয়েকটি কারখানার কয়েক হাজার শ্রমিক তাদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছে। আন্দোলনকারী শ্রমিকরা জানান, আশুলিয়ার সুরাইয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা ফেব্রয়ারী মাসের অর্ধেক এবং মার্চ মাসের  বকেয়া বেতনের দাবিতে কারখানায়  সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এছাড়া বকেয়া বেতন ভাতার দাবিতে ফাইভ এফ এপ্যারেলস লিমিটেডে'র ১৮শ শ্রমিক টঙ্গি-আশুলিয়া-ইপিজেড সড়কে অবস্থান করে বিক্ষোভ করে। এদিকে গে¬ারিয়া সান ফ্যাশন লিমিটেড কারখানার  ২শ ৫০ জন শ্রমিক, ক্রিষ্টাল কম্পোজিট লিমিটেড কারখানার ৭শ শ্রমিক, জামগড়া পাইওনিয়ার ক্যাজুয়াল লিমিটেড কারখানার  ৮শ শ্রমিক ও তোয়া-হা টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। এছাড়া ইথিক্যাল গার্মেন্টসের প্রায় হাজার শ্রমিক কারখানা সামনে অস্থান নিলে কারখানা কর্তৃপক্ষ আগামী ১৫ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দেয়।  বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, বকেয় বেতন কখন পাবে সেটা বলা হচ্ছে না। তাই সরকারে কাছে অনুরোধ করছি শ্রমিকদের বেকয়া বেতন ভাতা যাতে দ্রæত পরিশোধ করা হয়।  আশুলিয়া শিল্প পুলিশের (এসপি) সানা সামিনুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তবে যে কোন অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। একই সাথে যে সকল কারখানার মালিকরা শ্রমিকদের বেতন প্রতিশোধ  করেনি তাদের সাথে আলাপ আলোচনা চলছে তাড়া তাড়ি বেতন পরিশোধের জন্য। 
 

আরও খবর

Sponsered content

Powered by