ময়মনসিংহ

ইসলামপুরে জিআর ও ভিজিডির সরকারী চাল জব্দ, গোডাউন সিলগালা

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২০ , ৭:৩৩:৪৩ প্রিন্ট সংস্করণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের চেয়ারম্যানের নামে বরাদ্দকৃত জিআর ও ভিজিডি‘র ২৭ হাজার ৬৬০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার রাত ১১.৩০ দিকে পৌর শহরের দক্ষিণ দরিয়াবাদ এলাকার মীম এন্টার প্রাইজ নামে একটি গুদাম থেকে ৩০ কেজি ওজনের ৯২২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। চাল জব্দের পর গুদাম সিলগালা করে দিয়েছে প্রশাসন। তবে চেয়ারম্যানের দাবী ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবন না থাকায় চাল গুলো উত্তোলন করে বিতরণের জন্য এই গুদামে রাখা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ওই গুদামে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে জিআরের ১৮ হাজার কেজি ও ভিজিডির ৯ হাজার ৬৬০ কিজি চাল জব্দ করা হয়। পরে চালসহ গুদামটি সিলগালা করা হয়। বিষয়টি ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান নিশ্চিত করেছেন। চালগুলো কালোবাজারীর উদ্দেশ্যে বিক্রির জন্য ওই গুদামে রাখা হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলনে, এ ঘটনায় আগামীকাল ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি প্রমাণিত হলে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে গোয়ালেরচর ইউপি চেয়ারম্যানের হারুনুর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমার ইউনিয়নের স্থায়ী ভবন না থাকায় র্দীঘদিন থেকে মীম এন্টার প্রাইজ নামে একটি গুদাম ভাড়া নিয়ে ভিজিএফ ও ভিজিডি এবং জিআর চাল এখান থেকে বিতরণ করা হয়। তাই এবারো জিআর ও ভিজিডির চাল উত্তোলন করে বিতরণের জন্য ওই গুদামে রাখা হয়েছে”। গুদাম মালিক জাহাঙ্গীর আলম জানান, গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান চার বছর ধরে তার গুদাম ভাড়া নিয়ে সরকারি চালসহ অন্য মালামাল উত্তোলন করে রাখেন। পরে সেখান থেকে নিয়ে বিতরণ করেন। এ চালের সাথে তার ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা নেই।

আরও খবর

Sponsered content

Powered by