রংপুর

উলিপুরে খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৩ , ৩:৪৪:৩২ প্রিন্ট সংস্করণ

উলিপুরে খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ

শেখ হাসিনার দর্শণ কৃষকের উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে খাদ্যগুদামের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্য়ক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে সকালে উলিপুর এল এসডি অফিসে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ মিসবাহুল হোসাইনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মিল মালিক সমিতির সভাপতি রেজাউল করিম (রাজা), আব্দুর রহিম, পার্থ সারথি সরকার, ভোজন কুমার ও খাদ্য পরিদর্শক হাবিবুল হক প্রমূখ। 

উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে ৪৬০ মেট্রিকটন চাল ও ৮৭৮ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩০০ জন কৃষকের নিকট থেকে ধান ও ৪৭টি মিল মালিকের নিকট থেকে চাল চুক্তিভিত্তিক সরবরাহ করবেন। প্রতি কেজি ধানের সরকারি মূল্যে ৩০ টাকা ও চালের মূল্য ৪৪ টাকা ক্রয়মূল্য ধরা হয়েছে। অভ্যন্তরীণ আমন ধান ও চাল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ চলবে।

Powered by