ক্রিকেট

এই মুহূর্তে মোস্তাফিজ টেস্ট খেলতে চাচ্ছে না: আকরাম খান

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২১ , ৬:৫১:২৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

২৪ ক্রিকেটারকে রেখে কেন্দ্রীয় চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর সাদা বল ও লাল বলের জন্য আলাদা আলাদা চুক্তি করলেও এবার চুক্তিটা হয়েছে ফরম্যাট অনুযায়ী। এই ২৪ ক্রিকেটারের মধ্যে তিন ফরম্যাটে আছেন কেবলমাত্র ৫ ক্রিকেটার। বাকিরা কেউ এক ফরম্যাট বা দুই ফরম্যাটে জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পেসার মোস্তাফিজুর রহমান কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন। কেননা এই মুহূর্তে টেস্ট খেলতে চাইছেন না তিনি!

মোস্তাফিজ প্রসঙ্গে বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘মোস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। ও আমাদেরকে জানিয়েছে, যতদিন এই কোয়ারেন্টিন বা জৈব সুরক্ষা বলয় আছে, টেস্টে ওর জন্য মনোযোগ দেওয়া কঠিন।’

কে কোন ফরম্যাট খেলতে আগ্রহী সেটি জানতে উদ্যোগ নিয়েছিল বিসিবি। মূলত সাকিব-মোস্তাফিজের আইপিএল খেলতে যাওয়ার পরই বিসিবি প্রধান জানিয়েছিলেন, ক্রিকেটারদের আগ্রহের কথা জেনে নিয়েই কেন্দ্রীয় চুক্তি করবেন। তাই মোস্তাফিজের এমন সিদ্ধান্তকে ইতিবাচক ভাবে নিয়েছে বিসিবি, ‘বিষয়টা আমরা খুব ইতিবাচকভাবে নিয়েছি। যেহেতু সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় টি-টোয়েন্টি আর ওয়ানডের জন্য। আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই সে এমন সিদ্ধান্ত নিয়েছে।’

গত আসরে চমক দিয়েই সাদা বল ও লাল বলের জন্য আলাদা আলাদা কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছিল বিসিবি। এবার ফরম্যাট অনুযায়ী কেন- এই প্রশ্নের জবাবে আকরাম বলেছেন, ‘এটার কারণটা হলো অনেকেই শুধু টি-টোয়েন্টি খেলছে। যেমন নাসুম আছে, পাটোয়ারী (শামীম) আছে। এজন্য এবার আমরা তিন ফরম্যাট আলাদা করেছি। আগে ছিল সাদা বল, সাদা বল মানে ওয়ানডে ও টি-টোয়েন্টি যারা খেলবে তারা একই চুক্তিতে।’

পাশাপাশি ক্রিকেটারদের মাঝে প্রতিযোগিতা বাড়াতেও বিসিবির এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে, ‘এবার আমরা পার্থক্য রেখেছি পারফরম্যান্সের জন্য। যেন খেলোয়ারদের ভেতর জিনিসটা কাজ করে, টি-টোয়েন্টি থেকে ওরা (ক্রিকেটাররা) যদি টেস্টে যায়, তাহলে স্যালারিটা অনেক বেশি, কেউ যদি ওয়ানডেতে যায় তখনও বেশি। তো এই পার্থক্যটা আমরা জেনে-বুঝেই করেছি যেন খেলোয়াড়রা পারফর্ম করে অন্য ফরম্যাটে চলে আসে।’

Powered by