আন্তর্জাতিক

কঙ্গোয় জঙ্গি হামলায় নিহত ৪৬

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২১ , ৩:৩৮:২৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদেরন আতর্কিত হামলায় ৪৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আজিও গিদি বলেন, ঘটনাস্থলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। বিকাল পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হামলার পেছনে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) আছে বলেও সন্দেহ করছেন তিনি।

উগান্ডার এ সশস্ত্র দলটিই কঙ্গোর পূর্বাঞ্চলে ধারাবাহিক গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত তাদের হাতে এক হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে বলে এ সংক্রান্ত জাতিসংঘের এক হিসাবে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার হামলার খবর পেয়ে গ্রামটিতে সেনা সদস্যদের পাঠানো হয়েছে, তারা মৃতদেহ উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সেনাবাহিনীর মুখপাত্র জুলস এনগোংগো। হামলায় কতজন নিহত হয়েছে তা বলেননি তিনি।

আরও খবর

Sponsered content

Powered by