দেশজুড়ে

করোনাভাইরাস : চট্টগ্রামে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২২ , ৫:৫২:৪৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এক হাজার ৪৫৫ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। সংক্রমণের হার ৩৪ দশমিক ১১ শতাংশ। 

এ সময়ে শহর ও গ্রামে একজন করে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের আজ বুধবারের (২৬ জানুয়ারি) রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, শাহ আমানত বিমানবন্দর ও নগরীর ১১ ল্যাব এবং এন্টিজেন টেস্টে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ৪ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময়ে নতুন করে আরও এক হাজার ৪৫৫ জন শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে শহরের ১ হাজার ৬০ জন ও ১৫ উপজেলার ৩৯৫ জন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ৮৮, রাউজানে ৬৪, আনোয়ারায় ৫৮, রাঙ্গুনিয়ায় ৩৫, বাঁশখালীতে ২৯, বোয়ালখালীতে ২৫, সাতকানিয়ায় ২৩, মিরসরাই ও ফটিকছড়িতে ১৭ জন করে, লোহাগাড়ায় ১৪, পটিয়ায় ১৩, সীতাকুণ্ডে পাঁচজন, সন্দ্বীপ ও চন্দনাইশে তিনজন এবং কর্ণফুলীতে একজন করে রয়েছেন।

জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন এক লাখ ১৪ হাজার ৯১৫ জন। সংক্রমিতদের মধ্যে ৮৩ হাজার ৮৪০ জন শহরের ও ৩১ হাজার ৭৫ জন গ্রামের।

গতকাল করোনায় শহর ও গ্রামে একজন করে রোগীর মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৪৮ জন হয়েছে। এতে শহরের ৭২৯ ও গ্রামের ৬১৯ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনায় দেখা যায়, নতুন বছরের প্রথমদিনে নয়জনের করোনা শনাক্ত হয় চট্টগ্রামে। আর সর্বশেষ গতকাল ২৫ জানুয়ারি করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪৫৫ জনের। হিসেবে ২৫ দিনের ব্যবধানে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৬২ গুণ বেশি।

চট্টগ্রামে সর্বশেষ এর চেয়ে বেশি ছয় মাস আগে এক হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওইদিন ৩ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা হয়। সংক্রমণ হার ছিল ৩৭ দশমিক ৩৭ শতাংশ।

আরও খবর

Sponsered content

Powered by