বাংলাদেশ

করোনার কারনে পণ্য পরিবহনে কোনো বাধা নেই: প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২০ , ১:০০:৫৭ প্রিন্ট সংস্করণ

করোনার কারনে পণ্য পরিবহনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে আয়োজিত ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলে দিয়েছি যে পণ্য পরিহনে কেউ বাধা দেবে না। পণ্য পরিবহনের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। ট্রাক-ভ্যান-কৃষকসহ পণ্য পরিবহনের যেভাবে সুবিধা হয়, প্রয়োজনে নৌপথেও আমরা সুযোগ সৃষ্টি করে দেব। যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে, মানুষের জীবনাযাত্রা অব্যাহত থাকে।

সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ আমাদের আসে, এটা মোকাবিলা করতে হয়। আর এ দুর্যোগ সারা বিশ্বব্যাপী। দেশের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের যারা করোনাভাইরাস মোকাবিলায় দিনরাত কাজ করে যাচ্ছেন তাদের সবাইকে সাহায্য করতে হবে। সবাই মিলে এ অবস্থা থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ। আমি মনে করি চিরদিনই অন্ধকার থাকে না, আলো নিশ্চই আসে, আমরা আবার আলোর পথে যাত্রা শুরু করবো।

ভিডিও কনফারেন্সে রাজশাহী বিভাগের আট জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবাই যুক্ত রয়েছেন। জেলাগুলো হচ্ছে, বগুড়া, চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ।

আরও খবর

Sponsered content

Powered by