আন্তর্জাতিক

করোনা থেকে সেরে উঠেছে ৩০ লাখের বেশি মানুষ

  প্রতিনিধি ৩ জুন ২০২০ , ১০:৪৮:৩৫ প্রিন্ট সংস্করণ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ বুধবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৪ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৯২ হাজার ৮৮ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৪ হাজার ৫২৭ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩০ লাখ ১০ হাজার ৪৮৩ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ছয় লাখ ৪৫ হাজার ৯৭৪ জন, ব্রাজিলে দুই লাখ ৪০ হাজার ৬২৭, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, রাশিয়ায় এক লাখ ৮৬ হাজার ৯৮৫ জন, জার্মানিতে এক লাখ ৬৬ হাজার ৪০০, ইতালিতে এক লাখ ৬০ হাজার ৯২, তুরস্কে এক লাখ ২৯ হাজার ৯২১, ইরানে  এক লাখ ২৩ হাজার ৭৭, ভারতে এক লাখ ২২৫, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩১৫, মেক্সিকোতে ৭০ হাজার ৩০৮, পেরুতে ৬৯ হাজার ২৫৭ এবং ফ্রান্সে ৬৮ হাজার ৮১২ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া সৌদি আরবে ৬৫ হাজার ৭৯০, কানাডায় ৫০ হাজার ৩৫৭, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৫০০,  বেলজিয়ামে ১৫ হাজার ৯৩৪, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৬২৯, বাংলাদেশে ১১ হাজার ১২০, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৪৬৭, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৬২৬ এবং মালয়েশিয়ায় ছয় হাজার ৪৭০ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং তিন লাখ ৮২ হাজার ৩৬৮ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও খবর

Sponsered content

Powered by