দেশজুড়ে

কুষ্টিয়ায় কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ৪:০৯:১৬ প্রিন্ট সংস্করণ

আরিফুজ্জামান, কুষ্টিয়া :  করোনাভাইরাসের কারণে কুষ্টিয়াতে শ্রমিক সংকটে থাকা কৃষকদের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ ধান কাটার শ্রমিক না পেয়ে অসহায় অবস্থায় পড়া কৃষকের সাহায্য করছেন কুষ্টিয়া ছাত্রলীগের কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সম্পাদক শেখ সজীবের নেতৃতে আজ সকালে জেলার হরিপুর, বৌয়ালদাহ মাঠ থেকে  ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছে

দেশের ক্রান্তিকালে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে আজ থেকে তারা স্বস্ব ইউনিটের উদ্যোগে যার যার নিজেদের এলাকায় অসহায় কৃষকের পাশে দাঁড়াবে বলে জানান ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা

বৃহস্পতিবা সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার বৈয়ালদাহ হরিপুরে ইসলাম হোসেন মতিয়ার রহমান নামে দুই কৃষকের পাকা ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা ধানকাটায় সদর উপজেলা, পৌর, কলেজ হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন এদের প্রায় সকলেই রোজা রেখেছেন বলে জানা গেছে

বিভিন্ন সূত্রে জানা গেছে, উক্ত গ্রামের পরিবারগুলোর অধিকাংশই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে অন্যদিকে এখন ঝড়অতিবৃষ্টির পূর্বাভাসও রয়েছে দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় রয়েছেন কৃষকেরা

জেলা ছাত্রলীগের সহ সম্পাদক শেখ সজীব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতাকর্মীদের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছি আমরা কার্যক্রম অব্যহত থাকবে

এলাকাবাসী জানান, এই সময়ে ধান কাটার শ্রমিক পাওয়া কঠিন সেই সময়ে শেখ সজীবের নেতৃত্বে ছাত্রলীগ যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগতাদের আমরা সাধুবাদ জানাই

আরও খবর

Sponsered content

Powered by