রংপুর

কুড়িগ্রামে মেধাবী ছাত্রী তানিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২১ , ৬:৫৯:২৩ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে পলিটেকনিক ইন্সটিটিউ এর ৭ম পর্বের সিভিল টেকনোলজির মেধাবী ছাত্রী তানিয়া আক্তার তুলির হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে এলাকাবাসী, সহপাঠিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩০ সেপ্টেম্বর জেলার রাজারহাট উপজেলার টগরাই হাট এলাকায় ঘুরতে গিয়ে তানিয়া আক্তারকে অটোরিকসা থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তার বখাটে প্রেমিক সোহাগ। এতে সে গুরুতর আহত হয়ে ৮দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৭ অক্টোবর মৃত্যুবরণ করে।

এ ঘটনায় রাজারহাট থানায় মামলা হলেও অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে তানিয়া হত্যাকারী আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। উল্লেখ্য, কুড়িগ্রাম পৌর শহরের পাঠান পাড়া এলাকার মো: তৈয়ব আলী মেয়ে ও কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রী মোছা: তানিয়া আক্তারের (তুলি) সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল একই এলাকার আব্দুল হাকিমের ছেলে সোহাগের। গত ৩০ সেপ্টেম্বর তানিয়া আক্তারকে ঘুরতে নিয়ে যায় বখাটে প্রেমিক সোহাগ।

এর এক পর্যায়ে গিয়ে রাজারহাটের টগরাই হাট এলাকায় একটি ব্রিজের উপর অটোরিকশা থেকে তানিয়াকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যায় সোহাগ। এতে মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় নাক-কান দিয়ে রক্ত বেরিয়ে আসে তানিয়ার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে ৮দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তানিয়ার।

এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর তানিয়ার বাবা মো: তৈয়ব আলী বাদী হয়ে রাজারহাট থানায় সোহাগকে আসামী করে মামলা দায়ের করেন। এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, আসামি ধরতে জোর তৎপরতা চলছিল। পরে জানতে পারলাম যে তানিয়া হত্যা মামলার আসামি আজ (রোববার) আদালতে আত্মসমর্পণ করেছে। আসামি এখন জেল হাজতে রয়েছে।

 

আরও খবর

Sponsered content

Powered by