দেশজুড়ে

কেন্দুয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  প্রতিনিধি ২৩ জুন ২০২০ , ৭:৪৩:৪১ প্রিন্ট সংস্করণ

কেন্দুয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় নানা আয়োজনে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবস পালন উপলক্ষে ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা। বেলা সাড়ে ১০ টার দিকে দলীয় কার্যালয় থেকে সীমিত আকারে শুভাযাত্রা বের করা হয়।

শুভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন,ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইঁয়া, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূইঁয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূইঁয়া, নুরুল ইসলাম ফারুকী, আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন,শহিদুল হক বাচ্চু, তাপস ব্যানার্জী, তাজুল ইসলাম, সাইফুল ইসলাম আঙ্গুর, আলী আহম্মদ, আব্দুল্লাহ আল ফারুক ছানা, হুমায়ন কবীর, সুব্রত লাল ভট্রাচার্জ, এসএম ইকবাল রুমী, উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তাফিজউর রহমান বিপুল, ছাত্রলীগ নেতা আবির আহমেদ খান রুজেলসহ।

 

আরও খবর

Sponsered content