দেশজুড়ে

গবাদী পশুর মারাত্বক সংক্রামক দেখা দিয়েছে

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৭:২৮:৪০ প্রিন্ট সংস্করণ

নকলা (শেরপুর)প্রতিনিধি: গবাদী পশুর ভাইরাস জনিত মারাত্বক সংক্রমক রোগ দেখা দিয়েছে এর মধ্যে চর্মরোগ, এভেন্টিসাইট, এক সাইট পঙ্গু হওয়া, পা থেতলে যাওয়া, শরীরে গুটি গুটি হওয়া বসন্তের মত গত এক সপ্তাহে দেড় হাজার প্রাণী আক্রান্ত হয়েছে

উপজেলার বরপাগলা, গৌড়দ্বার, ভূরদি, বানেশ^রদী খন্দকারপাড়া, কায়দা গ্রামে বাজারদী চর্ম রোগের প্রাদুর্ভাব খুবই বেশি বিশেষ করে হঠাৎ করে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে গভাদী পশু ক্ষুরা রোগে শতকরা ৬০৭০% বাছুর গরু মারা যায় ৭টি টাইপ ছাড়াও বিশে^ পর্যন্ত ভাইরাসে ৭০টি সাব টাইপ শনাক্ত করা হয়েছে প্রতিদিন গবাদী পশুর ক্ষতি হচ্ছে আক্রান্ত হচ্ছে মারাও যাচ্ছে

বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মোঃ আনিছুর রহমান বলেন, চর্মরোগ হলে চিকিৎসা আছে আপনি কোথায় কোথায় যেতে বলেন আমার কর্মীরা সেখানে যাবে প্রতিদিন বাংলাদেশে ৫হাজার কোটি টাকার ক্ষতি হয় প্রাণী সম্পদ সংক্রমিত হলে কাজেই আমাদের করোনা ভাইরাস ভয়াবহতা রোধ করে প্রাণী সম্পদের দিকে সমন্বিত নজর দিতে হবে

আরও খবর

Sponsered content

Powered by