দেশজুড়ে

কেন্দুয়ায় লটারিতে নির্বাচিত কৃষকের নাম পরিবর্তন করায় ফুড ইন্সিপেক্টরকে শোকজ

  প্রতিনিধি ২৭ মে ২০২০ , ৮:১০:২৯ প্রিন্ট সংস্করণ

মজিবুর রহমান, কেন্দুয়া : নেত্রকোণার কেন্দুয়ায় সরকারি ভাবে ধান ক্রয়ের কৃষকের লটারি নাম পরিবর্তন করায় খাদ্য অফিসের ফুড ইন্সিপেক্টর ওয়াহেজুর রহমান খানকে শোকজ করেছে উপজেলা খাদ্য কর্মকর্তা একে এম শামছুদ্দিন আহমেদ গত ২১ মে বুধবার দেয়া শোকজের জবাব তিন কার্যদিবসে দেয়ার সময় বেঁধে দেয়া হয়েছে জানা যায়, গত ১৩ মে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের লক্ষ্যে লটারি অনুষ্ঠিত হয় এতে উপজেলার হাজার ৩১৭ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে

নির্বাচিত কৃষকের তালিকা কম্পপিউটার কম্পোজের দ্বায়িত্ব দেয়া উপজেলা খাদ্য অফিসের ফুড ইন্সিপেক্টর ওয়াহেজুর রহমান খানকে ওই তালিকা কম্পোজের সময় বেশ কিছু নাম পরির্বতন করে কম্পোজ করা হয় তালিকা প্রকাশের চুড়ান্ত পর্যায়ে যাওয়ার আগেই উপজেলা নির্বাহী অফিসার অনিয়মের বিষয়টি জানতে পেরে উপজেলা খাদ্য কর্মকর্তা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ খবিরুল আহসানকে তদন্তে নির্দেশ দেয়া হয়

প্রাথমিক অনিয়মের সত্যতা পেয়ে ফুড ইন্সিপেক্টর ওয়াহেজুর রহমান খানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে উপজেলা খাদ্য কর্মকর্তা এবং কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে আগামী বৃহস্পতিবার শোকজে কার্যদিবস শেষ হওয়ার কথা রয়েছে

এদিকে তদন্তে রিপোর্ট উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেয়ার বিষয়টি জানিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ খবিরুল আহসান জানান,ঘটনার সত্যতা রয়েছে

উপজেলা খাদ্য কর্মকর্তা একে এম শামছুদ্দিন আহমেদ জানান,শোকজের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে উপজেলা নির্বাহী অফিসার আলইমরান রুহুল ইসলাম বলেন,রিপোর্ট পেয়েছি অফিস খোলা হলে  বিষয়ে ব্যবস্থা নেয়া হবে

আরও খবর

Sponsered content

Powered by