বাংলাদেশ

কৌশলগত ও বস্তুনিষ্ঠ মাত্রার দিকে আরো প্রসারিত বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৩ , ৬:৫৭:০২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্যে পরিচালিত বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক কৌশলগত ও বস্তুনিষ্ঠ মাত্রার দিকে আরো প্রসারিত হয়েছে।

তিনি বলেন, ‘ফ্রান্স সবসময়ই বাংলাদেশের একটি বিশ্বস্ত অংশীদার এবং এই অংশীদারিত্ব আমাদের টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্য দ্বারা পরিচালিত একটি কৌশলগত ও উদ্দেশ্যমূলক মাত্রার দিকে আরো প্রসারিত হয়েছে।’

সোমবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুয়ের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

সূত্র : ইউএনবি

আরও খবর

Sponsered content

Powered by