দেশজুড়ে

গোপালগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে ব্যাটালিয়ন আনসার সদস্যরা তৎপর

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ৫:৩১:৫৮ প্রিন্ট সংস্করণ

কে, এম, সাইফুর রহমান, গোপালগঞ্জঃ চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম নভেল করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেশব্যাপী মহামারী করোনা ভাইরাসের সংক্রমনের প্রতিরোধকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী গোপালগঞ্জ জেলা প্রশাসনের সাথে একযোগে ২১ আনসার ব্যাটালিয়ন, বেদগ্রাম, গোপালগঞ্জ কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসক, গোপালগঞ্জ এর তত্ত্বাবধানে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা কাজে ২১ আনসার ব্যাটালিয়নের ব্যাটালিয়ন আনসার সদস্যগণ সক্রিয়ভাবে করোনা প্রাদুর্ভাব রোধে দায়িত্ব পালন করে চলেছেন। এক্ষেত্রে তারা বিভিন্ন মার্কেট, হাটবাজার, সড়ক ও জনপথে অবাধে বিচরণকৃত জনসাধারণকে সচেতন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কার্যকরভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গত ১১ এপ্রিল ২০২০ ইং থেকে জেলা পৌর পার্কে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অস্থায়ী কাঁচা বাজার বসানো হয়েছে। এক্ষেত্রে ব্যাটালিয়ন আনসার সদস্যগণ প্রত্যেক দোকানীর নিরাপদ দূরত্ব অনুযায়ী অবস্থান নির্দিষ্ট করে দেন। এছাড়া নিজ উদ্দ্যেগে ২১ আনসার ব্যাটালিয়ন সচেতনতা ও সর্তকতামূলক লিফলেট ও পোস্টার তৈরী করে জেলার সদর উপজেলাসহ ৫টি উপজেলায় জনসাধারণের মাঝে বিতরণ করেন। 

আরও খবর

Sponsered content

Powered by