ঢাকা

গোপালগঞ্জে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  প্রতিনিধি ১৪ জুন ২০২১ , ৭:০০:২৬ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ – এর আওতায় গোপালগঞ্জে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার সকালে গোপালগঞ্জ সুইমিংপুল কমপ্লেক্সে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মোঃ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আব্দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান।
জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে এনডিসি মহসিন উদ্দীন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান, মোঃ রিয়াজুর রহমান, মোঃ মামুন খান, টিআই শহিদুল ইসলাম, বাংলাদেশ ক্রীড়া সংস্থার সাবেক উপপরিচালক ফিরোজুল আহসান, মুকসুদপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান কুটি, জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য ও কাশিয়ানী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লিলি রানী বিশ্বাস, জিটি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এটিএম সাইফুল ইসলাম সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্ত ও প্রজাপতি এ দুই ইভেন্টে জেলার ৫টি উপজেলা থেকে মোট ৪০ জন সাঁতারু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
পরে দুই ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে পুরস্কার স্বরূপ ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। সেই সাথে বিভিন্ন উপজেলা থেকে আগত সকল প্রতিযোগীকে নগদ পাঁচশত টাকা সান্তনা পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে।
নদীমাতৃক দেশে জীবন বাঁচাতে সকলকে সাঁতার শেখার প্রয়োজনীয়তা উল্লেখ করে জেলা প্রশাসক শাহিদা সুলতানা উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাঁতারু হিসেবে দেশের গৌরব অক্ষুন্ন রাখতে  আহ্বান জানান।
পরে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সাঁতার না জানা শিক্ষার্থীদেরকে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের কথা জানান।

আরও খবর

Sponsered content

Powered by