ময়মনসিংহ

গৌরীপুরে ২১’শ কৃষক পেলেন কৃষি প্রণোদণা

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২২ , ৬:২৬:১৬ প্রিন্ট সংস্করণ

Exif_JPEG_420

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় স্থানীয় ২ হাজার ১শ কৃষকের মাঝে সরকারের কৃষি প্রণোদণা হিসেবে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) উপজেলা কৃষি অফিসে আনুষ্ঠানিকভাবে এ প্রণোদণা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারম্নফের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন-উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য শফিকুল ইসলাম মিন্টু, উপ সহকারি কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, শরিফুল ইসলাম, ময়মনসিংহ জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার লুৎফুরন্নাহার জানান- সরকারের প্রণোদণা হিসেবে প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষা বীজ, দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার দেয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by