দেশজুড়ে

চট্টগ্রামে দুদকের মামলায় গ্রেফতার দেখিয়েছে ওসি প্রদীপকে

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৭:২১:৩৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুারো : সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহামানের আদালতের নিদের্শে মেজর সিনহা হত্যায় অভিযুক্ত কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপকে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ। দুদকের দায়ের করা উক্ত মামলায় ওসি প্রদীপকে দুপুর সোয়া একটায় আদালতে হাজির করা হলে। আদালত শুনানী শেষে রাস্ট্র পক্ষের আবেদন আমলে নিয়ে ২০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। দুদকের দায়ের করা উক্ত মামলায় ওসি প্রদীপকে দুপুর সোয়া একটায় আদালতে হাজির করা হয়। কড়া পুলিশী নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয় ওসি প্রদীপকে। এসময় তার গায়ে বুলেটফ্লুপ জ্যাকেট ও মাথায় হেলম্যাট পরানো অবস্থায় আদালতে তোলা হয়। এসময় আদালত প্রাঙ্গনে আইন শৃঙখলা বাহিনী সংবাদ কর্মী ও হাজার হাজার উৎসূক মানুষের ভীড় লেগে যায়। মামলার শুনানীর জন্য গত শনিবার দুপুর ১টায় প্রদীপকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়। এর আগে গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। সেই মামলায় গত ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপ কুমার দাশকে গ্রেফতার দেখানোর আবেদন জমা দেয়া হয়। মামলায় প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে। দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ বলেন, প্রদীপ কুমার দাশকে দুদকের মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিপক্ষ একই মামলায় জামিন চাইলে আদালত ২০ সেপ্টেম্বর জামিন শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by