দেশজুড়ে

চট্টগ্রামে নতুন করোনা শনাক্ত ১০৫ জনের

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২০ , ৭:৩৮:০৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে নতুন করে আরও ১০৫ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৬১ জন এবং উপজেলাগুলোতে ৪৪ জন। এ নিয়ে চট্টগ্রামে ১১ হাজার ৪৯০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরে ১ জন এবং উপজেলায় ১ জন। চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১১৬ টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৩ জন এবং উপজেলায় ৭ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৭৮ টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০ জন এবং উপজেলায় ৪ জন। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবের (সিভাসু) ফলাফল পাওয়া যায় নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১০২ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৮ জন এবং উপজেলায় ২৫ জন। ইমপেরিয়াল হাসপাতালের ফলাফল পাওয়া যায় নি। শেভরণ ল্যাবে ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২০ জন এবং উপজেলায় ৮ জন। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের ফলাফল পাওয়া যায় নি। রবিবার (১২ জুলাই) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৪২৫ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১০৫ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১১৪৯০ জন। এর মধ্যে নগরে ৮০১৪ জন এবং উপজেলায় ৩৪৭৬ জন।

আরও খবর

Sponsered content

Powered by