দেশজুড়ে

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ৬:২২:০৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও “জাতীয় শোক দিবস” পালন করা হয়েছে।

দিবসটি উদযাপনে শিল্পকলা চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে জয়নুল আবেদীন আর্ট গ্যালরিতে চট্টগ্রাম পিআইডি’র পক্ষ থেকে আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।


আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।


দিবসের কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্যদিয়ে। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা, পুলিশ সুপার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ড মোজাফফর আহমদ, জেলা ইউনিট কমান্ডার (ভারপ্রাপ্ত) এ. কে. এম . সরোয়ার কামাল বিশেষ অতিথির বক্তৃতা করেন।


বিভাগীয় কমিশনার বলেন, জাতির পিতাকে আমরা হারিয়েছি কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বেঁচে আছেন। শোককে শক্তিতে পরিনত করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে। ২০০৯ সাল থেকে এই পর্যন্ত দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এ গতি যদি অব্যাহত থাকে তবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট রাষ্ট্র্রে পরিণত করতে পারবো।


পরে জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমিতে চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করে। বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদীন গ্যালারীতে চট্টগ্রাম পিআইডি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন ও কমের্র উপর আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। শেষে সকলকে সাথে নিয়ে আলোকচিত্র পরিদর্শন করেন। এসময় রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চট্টগ্রাম পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীরসহ বিভিন্ন
কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বাদ জোহর জমিয়তুল ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত নাটক প্রদর্শন করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by