চট্টগ্রাম

চাঁদাবাজীর অভিযোগে চট্টগ্রামে ৩ নারী গ্রেফতার

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৩ , ৬:৫৬:৫০ প্রিন্ট সংস্করণ

চাঁদাবাজীর অভিযোগে চট্টগ্রামে ৩ নারী গ্রেফতার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর ও বেঁধে রেখে চাঁদা দাবির অভিযোগে তিনজন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ ডিসেম্বর) চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা চুনারটাল শাহ আমানত স্টোরের পশ্চিম পাশের মনু সওদাগরের বিল্ডিংয়ের ৩য় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া তিন নারী হলেন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন ১৩নং মন্দরী ইউনিয়ন এলাকার সুনামপুর ফকির বাড়ীর মোঃ সোহাগ মিয়ার স্ত্রী সাহিমা আক্তার ওরফে সুমি (২২), চট্টগ্রাম জেলার কর্ণফুলী থান্ধাীন ৭নং ইউনিয়নের জুলধা এলাকার নজরুল্লাহ হাজী বাড়ির নুর মোহাম্মদের মেয়ে লাকী আক্তার (২০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন ঝিন্নাতপুর কড়ইবাড়ী এলাকার তারোক মেম্বারের বাড়ীর মৃত ছন্দু মিয়া স্ত্রী জুলেখা খাতুন (৫২)।

জানা যায়, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ৫নং ওয়ার্ডের পূর্ব মোহরা দেওয়ান মহসিন রোডের আবুদুর রশিদ কেরানী বাড়ীর মৃত আবদুল হামিদের ছেলে মোঃ আবু ছৈয়দকে অভিযুক্তরা একটি ঘরে বেঁধে রেখে শারীরিক নির্যাতন ও চাঁদা দাবি করে আসছিল। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

চাঁদাবাজির অভিযোগে তিন নারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির।

আরও খবর

Sponsered content

Powered by