রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সরকারী চাল বিতরণ

  প্রতিনিধি ৪ জুলাই ২০২০ , ৭:২৫:০৩ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাধ্যমে করোনাদুর্গত এক হাজার তিনশত পরিবারের মাঝে ১০ কেজি করে ১৩ টন সরকারী চাল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বরাদ্দ পাওয়া মানবিক এই ত্রাণ প্রদানের মাধ্যমে ২৭ দফায় পৌরসভা ২৯ হাজার ৯৪২টি পরিবারকে সহায়তা প্রদান করল। শনিবার সকালে পৌরভবনে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান রুহুল আমীন, পৌর ত্রাণ কমিটি আহŸায়ক কাউন্সিলর আফজাল হোসেন পিন্টু, কমিটি সদস্য ও কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, আব্দুল বারেক, মতিউর রহমান, ট্যাগ অফিসারের প্রতিনিধি পৌর উপসহকারী কৃষি কর্মকর্তা আমানুল্লাহ ও ত্রাণ কমিটির সদস্য সচিব ফারুক হোসেন। ত্রাণ কমিটি আহŸায়ক জানান, এ পর্যন্ত পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে রিলিফ হিসেবে ১৩ দফায় ২৩ হাজার ৫শত পরিবারের মাঝে ২৩৫ টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া নগদ অর্থ রিলিফ হিসেবে বরাদ্দ পাওয়া ১৮ লক্ষ ৬০ হাজার টাকা থেকে ৮ দফায় ও শিশুখাদ্য বাবদ বরাদ্দ পাওযা ৩ লক্ষ ৭৫ হাজার টাকা থেকে ৬ দফায় ৬ হাজার ৪৪২টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ক্রয় করে বিতরণ করা হয়েছে।

Powered by