রাজশাহী

চাটমোহরে ভুট্টার ভালো ফলনের সম্ভাবনা

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২১ , ৪:৩১:১১ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

কম খরচে অধিক লাভবান হওয়ায় পাবনার চাটমোহরে কৃষকরা দিনদিন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ভুট্টার ভালো ফলনের আশা করছেন তারা। উপজেলার হান্ডিয়ালের কৃষক আ. কাদের বলেন, আর কিছুদিনের মধ্যেই চাষাবাদকৃত ভুট্টার ফলন পাওয়া যাবে। আশা করছি এ বছর ফসলের বাম্পার ফলন হবে। বাজারে ভুট্টার দামও ভালো। প্রতিমণ ভুট্টা বিক্রি হচ্ছে ৮ শত থেকে সাড়ে ৮ শত টাকা। মুরগী ও গরুর খাদ্য হিসেবে ভুট্টার চাহিদাও ব্যাপক।

চাটমোহর উপজেলাতেই ১০টি খাদ্য তৈরির মিলে প্রতিদিন প্রায় ৬ মে. টন টন ভুট্টার চাহিদা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ জানান, চলতি বছরে উপজেলায় ৫১০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। হেক্টর প্রতি ফলন হবে ১০ মে.টন। ভুট্টা চাষে এলাকার চাষিদের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

 

Powered by