দেশজুড়ে

চারঘাটে উপকারভোগী মা ও শিশুর স্বাস্থ্য সেবায় হেলথ ক্যাম্প

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৫৩:৪৮ প্রিন্ট সংস্করণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে পৌরসভা বাস্তবায়িত কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় দুইদিন ব্যাপী উপকারভোগী মা ও শিশুর স্বাস্থ্য সেবায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগমের সভাপতিত্বে হেলথ ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রাণী কৈরী।

এসময় বক্তব্য রাখেন চারঘাট পৌর মেয়র একরামুল হক, চারঘাট মেডিকেল অফিসার ডাঃ আতিকুল হক, উপজেলা তথ্য কেন্দ্র কর্মকর্তা ফাতিমা খাতুন, চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, সিরাজুল ইসলাম ও ফারুক হোসেনসহ উপকারভোগী মা ও শিশুরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ৪ শ ২৫ জনকে উপকারভোগী মা ও শিশুদের স্বাস্থ্য সেবায় ও সুরক্ষা রাখার জন্য ডানো দুধ, স্যালাইন, স্যানিটেশন, মাস্ক ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন মেয়র একরামুল হক।

আরও খবর

Sponsered content

Powered by