রংপুর

চিনিশিল্প রক্ষার দাবিতে মহিমাগঞ্জে দীর্ঘ মানবন্ধন

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২০ , ৬:১৯:৩৫ প্রিন্ট সংস্করণ

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ সকল চিনিকল বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এবং চিনিশিল্প রক্ষার দাবিতে শনিবার মহিমাগঞ্জে আধাকিলোমিটার দীর্ঘ একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশন এর কেন্দ্রীয় যৌথ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে বেসরকারি চিনিকলের দালাল দুর্নীতিবাজ আমলাদের অপসারণ ও বিচার দাবি করা হয়। শনিবার সকাল ১১টা থেকে রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনে থেকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের দু’পাশে আধাকিলোমিটার এলাকায় দাঁড়ানো সহস্রাধিক আখচাষি ও শ্রমিক-কর্মচারী স্বত:স্ফূর্ত এ কর্মসূচিতে অংশ নেন। রংপুর চিনিকল আখচাষী কল্যাণ গ্রæপের সভাপতি জিন্নাত আলী প্রধানের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি এমএ মতিন মোল্লা, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল আমিন শিমুল, মহিমাগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, আখচাষী নেতা আব্দুর রশীদ ধলু, আলহাজ শামসুল ইসলাম ও রংপুর চিনিকল ইক্ষুউন্নয়ণ কর্মী সংসদের সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by