রংপুর

চিরিরবন্দরে অবৈধ মশারি জাল ধ্বংস

  প্রতিনিধি ৪ মার্চ ২০২১ , ৬:৪৩:৪১ প্রিন্ট সংস্করণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের চিরিরবন্দরে প্রায় দেড় হাজার মিটার অবৈধ বেহুন্দি মশারি জাল ও নদীতে বসানো অবৈধ স্থাপনা (ফিক্সড ইঞ্জিন) সমূহ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

পরে জব্দ এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান।

বৃহস্পতিবার সকালে উপজেলার অমরপুর ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন কাঁকড়া নদীতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলা মৎস্য কর্মকর্তা পূরবী রাণী রায়ের নেতৃত্বে নিয়মিত অভিযান চালিয়ে এসব জাল ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অনুকূল চন্দ্র সিনহা, ক্ষেত্র সহকারী মাসউদ-উল-আলম প্রমুখ। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান বলেন, দেশী ও পোনা মাছ রক্ষার জন্য সচেতনততামূলক কার্যক্রম অব্যাহত আছে।

এসব সচেতনতামূলক কার্যক্রমের নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by