চট্টগ্রাম

ছিনতাইয়ের অভিযোগে ভাই বোন গ্রেপ্তার

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৩ , ৫:৪৪:৫১ প্রিন্ট সংস্করণ

ছিনতাইয়ের অভিযোগে ভাই বোন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের অভিযোগে ভাই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর। গ্রেপ্তার হওয়া দুইজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বিটঘর ইউনিয়নের মৃত শামসুল হকের ছেলে মোঃ আলাউদ্দীন (২৩) ও তার আপন বোন জাহেদা বেগম (৩৫)।

জানা যায়, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় রিকশা করে ফেরার সময় নগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা এলাকায় রেশমী রায় নামে এক নারীর সোনার চেইন ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী। এ ঘটনায় মামলা হয়।

পরে ঘটনা জড়িত এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকা থেকে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। মূলত তারা দুইজন মিলে ছিনতাইয়ের ঘটনা ঘটায়। পরে আলাউদ্দিনের স্বীকারোক্তি মোতাবেক নগরীর কদমতলী এলাকা থেকে আলাউদ্দিনের বোন জাহেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। মূলত তারা ভাইবোন মিলে আরও কয়েকজনকে নিয়ে ছিনতাই চুরি করে বেড়ায়।

আরও খবর

Sponsered content

Powered by