বাংলাদেশ

ছয় দাবিতে কমলাপুরে রেলশ্রমিকদের বিক্ষোভ

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২২ , ৫:০১:৩৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

ছয় দফা দাবি নিয়ে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রেলের তৃতীয় শ্রেণির শ্রমিকরা। বিক্ষোভকারীরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন। তবে কমলাপুর থেকে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ রবিবার (১৬ অক্টোবর) সকাল থেকে রেল শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস। তিনি বলেন, বিক্ষোভ এখনো চলছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি আমরা।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানিয়েছেন, রেল চলাচলে কোনো বাধা সৃষ্ট হয়নি। এখনো কোনো রেল অবরোধের মুখে পড়েনি।

জানা গেছে, রেলওয়ে অস্থায়ী শ্রমিক পরিষদ (টিএলআর) ছয় দফা দাবি বাস্তবায়নের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। তাদের ডাকে সাধারণ শ্রমিকরাও এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

গঠনটি বিক্ষোভ কর্মসূচি থেকে জানায়, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা না হলে তারা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

তাদের দাবিগুলো হলো-

১. বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করতে হবে

২. নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৮ম শ্রেণি পাস বহাল রাখতে হবে

৩. আউটসোর্সিং খাত বাতিল করে অস্থায়ী খাত চালু রাখতে হবে

৪. কর্মচারীদের সব বকেয়া বেতন অতিদ্রুত পরিশোধ করতে হবে

৫. অস্থায়ী কর্মচারীদের ক্ষমতার বলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা যাবে না

৬. রেলওয়েতে প্রচলিত আইনানুযায়ী দৈনিক ৮ ঘণ্টা ডিউটি নির্ধারণ করতে হবে এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।

আরও খবর

Sponsered content

Powered by