চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলা ও মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন-সিসিক।

এ বছর লালদিঘী মাঠের পরিবর্তে খেলা হবে জেলা পরিষদ মার্কেটের সামনের খোলা সড়কের ওপর। আগামী ২৫ এপ্রিল বলীখেলা অনুষ্ঠিত হবে। এ খেলা উপলক্ষে লো শুরু হবে ২৪ এপ্রিল; চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী শনিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

এর আগে শনিবার সকালে নগরের বহদ্দারহাটে নিজের বাসভবনে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি’র সদস্যদের সঙ্গে বৈঠক করেন সিসিক মেয়র। মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, মেলা কমিটি বলেছিল যে লালদীঘি মাঠ উন্মুক্ত না হওয়ায় এবার ঐতিহাসিক বলীখেলা বন্ধ।  এমন ঘোষণার পর চট্টগ্রামের মানুষের মনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারপর সকলের সঙ্গে কথা বলে মেলা ও খেলা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

মেলা আয়োজক কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন আয়োজক কমিটির সভাপতি চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল ও সাবেক কাউন্সিলর জামাল হোসেন।