ময়মনসিংহ

জালিয়ার হাওরের অবকাঠামো উন্নয়ন পরিদর্শনে প্রকল্প পরিচালক

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ৭:০৬:৪৯ প্রিন্ট সংস্করণ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় জালিয়ার হাওরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতাধীন হাওর বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. নজরুল ইমলাম। কেন্দুয়ায় হাওর এলাকার রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট ও অবকাঠামো উন্নয়নে এমপি অসীম কুমার উকিলের আমন্ত্রনে বুধবার দুপুরে কেন্দুয়ায় পরিদর্শনে আসেন তিনি। তিনি কেন্দুয়া জালিয়ার হাওরের সম্ভাবনাময় পর্যটন স্পট তাম্বলীপাড়া রাস্তা ও ট্রলার যোগে মাহমুদপুর বাজার হতে আগার ফেরীঘাট রাস্তাসহ কয়েকটি এলাকা পরিদর্শন শেষে মাহমুদপুর বাজারে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় অসীম কুমার উকিল এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ইউএনও মো. মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইঁয়া, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূইঁয়া, কেন্দুয়া থানা ওসি, উপজেলা প্রকৌশলী মো. জাকির হাসান, সহকারী প্রকৌশলী আব্দুল আজিজ, পৌর আ’লীগ সভাপতি কামরুল হাসান ভূইঁয়া, মোজাফরপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান চৌধুরী, কান্দিউড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক তাপস ব্যানার্জীসহ আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by