দেশজুড়ে

বাগেরহাটে শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত প্রধান শিক্ষক স্মরণে দোয়া মাহফিল

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৪ , ৪:১৪:২১ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত প্রধান শিক্ষক স্মরণে দোয়া মাহফিল

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন এক্স স্টুডেন্ট ফোরাম অব বাগেরহাট আমলাপাড়া সেকেন্ডারি স্কুলের আয়োজনে বাগেরহাট শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন স্মরণে ৯ ফেব্রুয়ারি বিকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে স্কুলটির দুই শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

ফোরামের সভাপতি ফারুকুজ্জাম বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা প্রাক্তন প্রয়াত প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন সম্পর্কে স্মৃতিচারণ করেন। তার কর্মময় জীবনের ওপর ভিত্তি করে একটি ভিডিও ডকুমেন্ট্রি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয়। ।

অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, প্রাক্তন শিক্ষক মো. মোস্তাফিজুল হক, মো. আকরাম হোসেন, অ্যাডভোকেট মুজিবুল হক , স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জেবা আইরিন,প্রাক্তন শিক্ষার্থী আবুল বাশার,শফিক সোহাগ,খন্দকার আসিফ উদ্দিন রাখী, মনোয়ার হোসেন টগর, হুমায়ুন কবীর সরদার সেলিম আহমেদ, সংগঠনের সমন্বায়ক কল্লোল সরকার, সাধারণ সম্পাদক মো. সাকির হোসেন,শফিক নেওয়াজ রেজা, শওকত আলী বাবু, মো. কামরুজ্জামান, মো: মঞ্জুরুল ইসলাম প্রমুখ স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুযশ মন্ডল । পরে শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও খবর

Sponsered content

Powered by